মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন
ইমান২৪.কম: আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আজ (২১ নভেম্বর) শনিবার ভোর সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের নামাযে জানাযা আজ (শনিবার) আসরের পর আড়াইবাড়ী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে
উল্লেখ্য, গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানী (রাহ.) এর সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা।
তার ইন্তেকালে কসবা আড়াইবাড়ীসহ দেশব্যাপী তার ভক্ত-অনুরক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করে অনুভূতি প্রকাশ করেছেন।