মাএ ১টি আসন নিয়ে সন্তুষ্ট থাকবে যে দল

ইমান২৪.কম: একাদশ জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট থেকে ৬ টি আসন দাবি করলেও একটি আসন পেলেই সন্তুষ্ট থাকবে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)। সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ব্রেকিংনিউজ.কম.বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চট্টগ্রাম-১ মিরেরসরাই থেকে নৌকা প্রতিকে নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিমকে চিঠি দিয়েছেন। দিলীপ বড়ুয়া ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

নবম জাতীয় সংসদে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করে দিলীপ বড়ুয়া। তখনো কোন আসনে সংসদ ছিলোনা দলটির। দশম জাতীয় সংসদেও মহাজোট থেকে কোন আসন দেয়া হয়নি দিলীপ বড়ুয়ার দলকে।

ফেসবুকে লাইক দিন