মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র উদ্ধার
কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব। কারখানাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার নিতানুর রহমান রাত ১টার বলেন, গ্রেপ্তার দুইজন হলেন দুইজনের নাম আব্দুল হাকিম ও শহিদুল্লাহ। এরই মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।