মসজিদে বিস্ফোরণের ঘটনায় চীন, অস্ট্রেলিয়ার শোক

ইমান২৪.কম: মসজিদে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চীনা দূতাবাস এবং ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

এক শোক বার্তায় চীনা দূতাবাস বলেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা জেমস ক্লাব এলাকায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি।

প্রার্থনায় সমবেত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত অবস্থায় আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করছি।

বাংলাদেশে থাকা চীনের দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনার শিকার সকলের প্রতি সংহতি জানিয়েছে।

অস্ট্রেলিয়ান হাইকমিশনও মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ হারানো সকলের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

হাইকমিশন এক বার্তায় বলে, ‘আমরা আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও তিনজন নিহতসহ রবিবার বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।

ফেসবুকে লাইক দিন