মসজিদে ডুকে তাবলীগের সাথীদের উপর হামলা, তিন জন হাসপাতালে

ইমান২৪.কম: মিরপুরে মসজিদে ডুকে তাবলীগ জামায়াতের সাথীদের উপর হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, মিরপুরে কল্যাণপুর জামে মসজিদে বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর মারকাজের সাথী মোহাম্মদ সায়েম অভিযোগ করে বলেন, আমাদের সাথীরা যেখানেই যাই সেখানেই হামলার শিকার হচ্ছে। তারা মসজিদের ভেতর ঢুকে আমাদের সাথীদের ওপর হামলা করেছে। আমরা ১৬ জনের একটি জামায়াত নিয়ে কল্যাণপুর জামে মসজিদে উঠি। প্রথমে বাধার সম্মুক্ষিণ হলেও পরে মিরপুর থানার পুলিশ এসে জামাতকে মসজিদে উঠিয়ে দেয়।

এরপর আমাদের সাথীদের উপর হামলা করে আমাদের ৩জনকে আহত করে। তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। আর বাকি সাথীরাও শারীরিকভাবে আহত হন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মোহাম্মদ সায়েম।

মিরপুর মডেল থানার এসআই নাজমুল হক বলেন, রাত পৌনে ৮টার দিকে মসজিদে হামলার ঘটনা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় দুই-তিনজন আহত হয়েছে।

ফেসবুকে লাইক দিন