মসজিদে আগুন দেওয়া ইহুদিবাদী ইসরাইলের পতনের ইঙ্গিত: হামাস
ইমান২৪.কম: মসজিদে আগুন দেওয়ার পর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।
সংগঠনের মুখপাত্র হাযিম কাসিম বলেছেন, ইহুদিবাদীদের এই হিংস্র পদক্ষেপ প্রমাণ করে অন্য ধর্মের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই।
তারা মানবীয় মূল্যবোধের পরোয়া করে না। আর এসবই তাদের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি পশ্চিম তীরের অধিবাসীদেরকে ঐক্যবদ্ধভাবে এ ধরণের তৎপরতা মোকাবেলার আহ্বান জানিয়েছেন।
সোমবার ইসরায়েলের ইহুদিবাদী সন্ত্রাসীরা আল-বীর আল-সান মসজিদে আগুন দেয়। শহরটি জেরুসালেম বা আল-কুদস শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে।
ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা ও সমালোচনা করেছে।
মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তেল আবিবের বর্ণবাদী চরিত্র আবারো প্রকাশ হয়েছে।
ফিলিস্তিনি জরুরি সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ভোরের দিকে মসজিদের জানালা দিয়ে ভেতরে বিস্ফোরক তরল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।