ময়মনসিংহে নৌকা ডুবে নিহত আলেম পরিবারের পাশে “হাফেজ্জী হুজুর সেবা সংস্থা”
ইমান২৪.কম: ৫ ই আগস্ট ময়মনসিংহের নেত্রকোনার মদন থানার উচিতপুর হাওরে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৮ জনসহ মোট ১৮ জন প্রাণ হারান।
এদের মধ্যে মারকাযুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাহফুজুর রহমান (রহ:)তিনিসহ তার দুই ছেলে,দুই ভাতিজা,দুই ভাতিজি, ও এক ভাগ্নে মৃত্যুবরণ করেন।
শহীদ হাফেজ মাহফুজুর রহমান (রহ:)এর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন “হাফেজ্জী হুজুর সেবা সংস্থা”।
শুক্রবার (৭আগষ্ট) সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নওমুসলিম মোঃ রাজ, সাংগঠনিক সম্পাদক মুফতী মঈন সাহেব,
সহ সাধারন সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, কোষাধাক্ষ্য ফয়সাল বিন হুসাইন সহ সংস্থাটির আরো কয়েকজন সদস্য সুদূর ঢাকা থেকে মোমেনশাহীর কোনাপাড়ায় আসেন।
তারা শহীদ হাফেজ মাহফুজুর রহমানের পরিবার ও নিহত অন্য পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।
এবং শহীদ হাফেজ মাহফুজুর রহমানের পরিবার সহ আরো কয়েকটি পরিবারের চলার জন্য স্থায়ী উপার্জনের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।
এসময় তারা শহিদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
শহীদ হাফেজ মাহফুজুর রহমান (রহ:)এক স্ত্রী, তিন ছেলে,ও এক মেয়ে রেখে গেছেন।