মনোনয়ন জমা দিতে গিয়ে আর ঘরে ফেরা হলোনা ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থীর
ইমান২৪.কম: ঢাকা-৭ (লালবাগ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি এবং সাবেক কমিশনার মোশারেফ হোসেন খোকন নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী প্রেসব্রিফিংয়ে দলটির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, দুপুরে মনোনয়ন পত্র দাখিল করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়ার পরও তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা।
প্রেসব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীই তাকে গ্রেফতার করেছে দাবি করে অবিলম্বে মোশারেফ হোসেন খোকনকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান তিনি।
আরও পড়ুন: ড. কামাল হোসেন বলেন, যারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী