মদিনা মুনাওয়ারা করোনামুক্ত ঘোষণা

ইমান২৪.কম: হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারা করোনা ভাইরাস মুক্ত।

সৌদি আরবের মদিনা প্রদেশে বর্তমানে কোনো করোনা রোগী নেই বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষিত ফলাফলে মদিনায় কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।

গত ২২ জুন রবিবার থেকে মক্কা ও জেদ্দা ব্যাতিত পুরো সৌদিতে লকডাউন তুলে নেয় সৌদি সরকার।

বর্তমানে দুই-তৃতীয়াংশেরও বেশি রোগী সুস্থ।

সর্বশেষ খবর অনুযায়ী দেশটিতে সক্রিয় রোগী রয়েছে ৫১ হাজার ৩২৯ জন ও সর্বমোট সুস্থ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৮২ জন।

ফেসবুকে লাইক দিন