মদিনার বুকে ‘বৃহত্তর ইসরাইল’ প্রতিষ্ঠার পরিকল্পনা ইহুদীবাদীদের
ইমান২৪.কম: ফিলিস্তিনের ইসলামি স্কলার ওমার ফোরা বলেছেন, ইসরাইল শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য হুমকি নয়; পুরো আরব বিশ্বের জন্য হুমকি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইলের চিন্তাভাবনা এবং ফিলিস্তিনের ভূমিতে যেসব ইহুদি বসবাসের যোগ্য, সেসব নিয়ে কথা বলেন তিনি।
ফিলিস্তিনের ইসলামি জিহাদের সহযোগী আল কুদস আল ইয়াউমের সঙ্গে আলোচনায় ১৯ আগস্ট ওমার ফোরা সতর্ক করে বলেন, ইসরাইল শুধুমাত্র ফিলিস্তিনিদের বিপদে ফেলছে না। তিনি বলেন, নীল নদের পূর্বতীরে দূতাবাস খুলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল।
কারণ তারা মনে করে নীল নদের পূর্ব তীরে থেকে ফোরাত নদী পর্যন্ত বাইবেলে উল্লেখিত ইসরাইলের ভূমি। ফোরা বলেন, ইসরাইল নীল নদের পশ্চিম তীরে দূতাবাস খুলেছে। কারণ তারা নীল নদের পশ্চিম অংশকে নিজেদের ভূখণ্ডের বাইরের অংশ বলে মনে করে।
নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো ভূমিতে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ইহুদিবাদীদের। অবশেষে তারা মদীনার ভূমি এবং আরব উপত্যকার বিভিন্ন অঞ্চল দাবি করবে, বলেন ফোরা। এ মুহূর্তে ইহুদীরাষ্ট্র বা বাইবেলের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাইছে না ইসরাইল।
তবে তারা বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, আল্লাহর কসম ওইদিন আসবে যখন, ইসরাইল মদিনার ভূমি দাবি করবে। কুরাইজা, নাধির, বানু কাইনুদা এবং খায়বারে থাকা ইহুদী উপজাতিদের ভূমি ফেরত চাইবে। এটাই হচ্ছে ইহুদী জাতীয়বাদী আন্দোলনের সত্যিকারের লক্ষ্য।
তিনি গুরুত্ব দিয়ে বলেন, ইহুদি ধর্মের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিরোধ ইহুদি জাতীয়বাদ বা জায়নবাদের সঙ্গে। তবে ফিলিস্তিনের ভূমিতে সব ইহুদীদের বসবাসের অধিকার নেই।
তিনি বলেন, আমাদের অভিভাবকত্বে এবং আমাদের কর্তৃত্বে ওইসব ইহুদীরা আমাদের সঙ্গে বসবাস করতে পারবে যারা ফিলিস্তিনের ভূমিতে বসবাস করে আসছিল।
আশকেনাজি ইহুদী যারা ইউক্রেন, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড বা বিভিন্ন দেশ থেকে এসে ফিলিস্তিনের ভূমি দখল করে বসতি স্থাপন করেছে, তাদের ফিরে যাওয়া উচিৎ; তারা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে।