ভয়াবহ বন্যা: বহু মানুষ পানিবন্দি হয়ে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে

ইমান২৪.কম: নেপালে বন্যায় কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপাল, মেক্সিকো, ক্রিমিয়া ও ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা।

ভারি বর্ষণে এসব দেশের বহু মানুষ পানিবন্দি হয়ে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। ক্রিমিয়ার দক্ষিণাঞ্চলের শহর ইয়াল্টায় বন্যা পরিস্থিতিরও আরও অবনতি হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

তীব্র পানির স্রোতে শহরটির নিম্নাঞ্চলে যাতায়াতব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তলিয়ে গেছে হাসপাতালসহ ৩ শতাধিক স্থাপনা। পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হতে পারে বলেও আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া বিভাগ। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় নেপালে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন।

তাদের মধ্যে চীন ও ভারতের ৬ জন নাগরিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ২শ’র বেশি বাড়িঘর। বিভিন্ন বাড়ির ছাদে আটকেপড়া বাসিন্দদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী।

এদিকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার, নতুন করে বওদো শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে দেখা যায়। পানির তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও গাছপালা। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন