ভয়’ঙ্কর রুপে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল
ইমান২৪.কম: পূর্ব-মধ্য বঙ্গোপ’সাগর ও ত’ৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিম উপকূলের দিকে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বু’লবুল’। সেটি আজ শনিবার (৯ নভেম্বর) রাতে ১৪৪ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত
হানতে পারে। আজ বিকেলের পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে এবং মধ্যরাতে খুলনা অঞ্চল দিয়ে বুলবুল উপকূল
অতিক্রম করতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণি’ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়,
বুলবুল আরো শক্তি সঞ্চয় করে গতকাল শুক্রবার সকাল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায়
খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর এবং চট্টগ্রামের উপকূলে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত
নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।