ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখবে তুরস্ক

ইমান২৪.কম: পূর্ব ভূমধ্যসাগরের তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক।

তুর্কি সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গ্রিস। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত তুরস্কের অনুসন্ধান তৎপরতার সমাপ্তির কথা থাকলেও গত সোমবার রাতে তা ১২ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেয় আঙ্কারা।

প্রাথমিক ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল।

কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। ফলে তুরস্কের এমন পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে গ্রিসের পক্ষ থেকে দাবি করা হয়, তুরস্ক আলোচনার আহ্বান উপেক্ষা এবং উসকানি বাড়ানো অব্যাহত রেখেছে।

ফেসবুকে লাইক দিন