ভিপি নুরকে এখনও ছাড়া হয়নি, ডিবির হাতে আছে!
ইমান২৪.কম: ‘ভিপি নুরকে ছেড়ে দেয়া হয়েছে’ বলে পত্রিকা গুলাতে সংবাদ প্রচার করা হলেও ভিপি নুরের পেজ থেকে বলা হচ্ছে তাকে এখনও ছাড়া হয়নি। ভিপি নূরের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়, “ভিপি নুরকে এখনও ছাড়া হয়নি ডিবির হাতে আছে,ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।”
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ভিপি নুরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ঢাবির এক শিক্ষার্থী।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন।
২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে।
এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়।
এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন।
সম্প্রতি তিনি একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন।