ভারতের বিমান হামলা: সাথে সাথে পাল্টা জবাব দিলো পাকিস্থান

ইমান২৪.কম: ভারতীয় বিমানবাহিনীর আকস্মিক বোমা হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু- কাশ্মীরের কানাচক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্স।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর অভিযানে ২০০-৩০০ ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলছে, ভারতের বিমান হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারত

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারত
সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারত

ইমান২৪.কম: কাশ্মীরের পুলওয়ামা হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এমনটি জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে আরো বলা হয়েছে ভারতীয় সেনাদের এ হামলা শতভাগ সফল হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানায় সোমবার রাত ৩টা নাগাদ এ হামলা চালায় ভারতীয় সেনা।

এ হামলার কথা এক প্রকার স্বীকার করেছে পাকিস্তানের সেনা প্রধান। তিনি বলেন, ‘পাক আকাশে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করেছে।’ পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সীমান্ত আইন লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে।

তবে তিনি দাবি করেছেন, এসব যুদ্ধবিমান পাকিস্তান বাহিনীর পাল্টা জবাবে বাধ্য হয়ে ফিরে গেছে। অন্যদিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বালাকোটে ভারতীয় যুদ্ধ বিমান প্রবেশ করে হামলা চালিয়েছে।

হামলায় জইশ-ই- মোহাম্মদের একাধিক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। তবে হামলায় ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।ভারতীয় সংবাদ মাধ্যম আরো জানায়,

ভারত সরকারের তরফ থেকে আজ (মঙ্গলবার) এ হামলা সম্পর্কে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ হামলার বিস্তারিত বর্ণনা দেয়া হবে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন:  পাক-ভারত সীমান্তে গোলাগুলি : মর্টার শেল ও ভারী গোলাবর্ষণ

চুপ করে বসে থাকবো না, পাল্টা হামলা চালাব: ইমরান খান

যেভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত চকবাজারে, দেখুন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে

৫০টি পারমাণবিক বোমা একসঙ্গে মারতে হবে: পারভেজ মোশাররফ

ভারতে বিমান বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শতাধিক গাড়ি পুড়ে ছাই

কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় ডেপুটি পুলিশ সুপার নিহত, মেজরসহ আহত ২

ফেসবুকে লাইক দিন