ভারতের উত্তর প্রদেশে কার্পেট কারখানায়, নিহত ১১
ইমান২৪.কম: ভারতের উত্তর প্রদেশে কার্পেট কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণ গেল ১১ জনের। শনিবার দুপুরে ভাদোহী জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
স্থানীয়রা জানায়, কারখানার একাংশে আতশবাজিও প্রস্তুত করা হতো। কারখানার মধ্যেই বাজি গুলি রাখা হয়েছিল, যা থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণটি এতটাই জোরাল ছিল যে, এতে সম্পূর্ণ বাড়িটা ধসে পড়ে। সেই সাথে আরো তিনটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দের তীব্রতায় আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরেছে।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরাও পৌঁছেছেন।
এনডিআরএফসহ অন্যান্য বাহিনীও পৌঁছে গেছে। প্রাদেশিক পুলিশের আইজি পিযুষ শিভা বলেন, ‘কারখানায় অবৈধভাবে বাজি তৈরি করা হতো। হতাহতের সংখ্যা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।’