ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ দখলের আহ্বান জানালো আরেক বিজেপির নেতা!
ইমান২৪.কম: বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এমন অজুহাত উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকে তাদের স্বার্থরক্ষার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা তপন ঘোষ।
তিনি আরো বলেন, ‘হয় ওপার থেকে আসা ছিন্নমূল হিন্দুদের বাসের জন্য ভারতকে খুলনা সহ আরও পাঁচটি হিন্দু অধ্যুষিত জায়গা দিয়ে দিক বাংলাদেশ, নয়ত ভারত নিজেই ছিনিয়ে নিতে বাধ্য হবে’।
কিছুদিন আগেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের স্বার্থে সোচ্চার হয়েছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী এবং প্রয়োজনে বাংলাদেশ আক্রমণ করে দখল করার প্রস্তাবও দিয়েছিলেন ভারতকে।
তার রেশ কাটতে না কাটতেই এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ দাবী তুললেন বাংলাদেশ যদি হিন্দুদের আশ্রয় দিতে না পারে তাহলে তাদের থাকার জন্য জায়গা ছেড়ে না দিলে ভারতের সেনা বাহিনী বাংলাদেশ ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক।
>>সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ নেয়নি ইসি : ইইউকে বিএনপি
ভারতের মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘সৃজন’ এবং ‘সিংহবাহিনী’ নামে দুটি সংগঠনের উদ্যোগে “চার্টার অফ হিন্দু ডিমান্ড” নামে এই সভার আয়োজন করা হয়।
এই সভায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গ তোলেন তপন ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, ‘গোরু ছাগলের মত মানুষকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ। মুসলিমরা অত্যাচার করে এদেশে পাঠাচ্ছে আর আমরা সহানুভূতির খাতিরে তাদের গ্রহণ করছি। কিন্তু এর পর বাংলাদেশ ঠিক করুক তারা কি করবে’।
চার্টার অফ হিন্দু ডিমান্ডের এই সভা দেশের আরও অনেক জায়গাতেই হচ্ছে এবং কলকাতা, দিল্লী, বেঙ্গালুরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের একাধিক দাবী নিয়ে সই সংগ্রহ চলছে।
সভায় এদিন গো মাংসের রপ্তানী বন্ধ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় স্বাধীনতা আইনের সংস্কারের মতো বিষয় নিয়েও খোলাখুলি আলোচনা চলে।
আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!
ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল
এবার ড. কামালের করফাঁকির তথ্যপ্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে দুদক
গায়েবি মামলায় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে