ভারতীয় ২ যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান, পাইলট আটক (ভিডিও)
ইমান২৪.কম: কাশ্মীরে পাকিস্তান সীমানা লঙ্ঘন করার পর ভারতের দুইটি যুদ্ধবিমান পাকিস্তানি বিমান বাহিনী ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটি। ভূপাতিত হওয়া বিমানের এক পাইলটকে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যমে ডনের খবরে বলা হয়েছে, বুধবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে গুলি চালায় পাক বিমান বাহিনী। পাকিস্তানি বিমান বাহিনীর গুলি খেয়ে একটি বিমান ফিরে যেতে যেতে কাশ্মীরের ভারতীয় অংশে বিধ্বস্ত হয়। অপর বিমানটি পাকিস্তানে সীমান্তের মধ্যেই ভূপাতিত হয়। এ বিমানটির পাইলট নিরাপদে বের হওয়ার পর তাকে আটক করেছে পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনী।
পাকিস্তানি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এমন দাবি করে গণমাধ্যমকে বলেছেন, বুধবার সকালে ভারতীয় বিমান সীমানা অতিক্রম করলে গুলি চালায় পাকিস্তানি বাহিনী।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানে কোনো দেশের ওপর আগ্রাসী হতে চায় না। কিন্তু ভারতের আগ্রাসনের মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত। বুধবার ভারতীয় বিমান ভূপাতিত করা তারই অংশ।
Dear India hows d Josh ???
— Nabeel Chaudhry (@chaudhry_nabeel) February 27, 2019
RT let d indian 🔥🔥🔥
نعرہ تکبیر۔۔۔۔۔۔۔#Budgam#PakistanArmyZindabad pic.twitter.com/iK8bB4WmA0
আরও পড়ুন: সীমান্তে লাগাতার গোলাবর্ষণ করছে পাকিস্তান
পাকিস্তানি সেনাবাহিনীর ভারি মর্টার শেলে দুই ভারতীয় নিহত
ভারতের বিমান হামলা: সাথে সাথে পাল্টা জবাব দিলো পাকিস্থান
ভারতকে যথা সময়ে ও যথা স্থানে এর জবাব দেয়া হবে: পাকিস্তানের হুমকি
৫০টি পারমাণবিক বোমা একসঙ্গে মারতে হবে: পারভেজ মোশাররফ
কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় ডেপুটি পুলিশ সুপার নিহত, মেজরসহ আহত ২