বড় ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ
ইমান২৪.কম: সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছোট ভাই। শনিবার রাত সাড়ে নয়টার দিকে কাইচাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আবু তাহের (৪০)। অভিযুক্তের নাম জাহিদুর রহমান (২৭)।
তারা আপন ভাই। তিন ভাইয়ের মধ্যে তাহের সবার বড় এবং অভিযুক্ত জাহিদ মেজ। জাহিদ এক সময় পোশাক কারখানায় কাজ করলেও এখন তিনি বেকার। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ঘটনার পর জাহিদ দা হাতে থানায় আসেন। তিনি নিজে তার বড় ভাই আবু তাহেরকে কুপিয়ে হত্যা করেছেন বলে বর্ণনা দেন।
তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও পারিবারিক কলোহ চলে আসছিল। প্রায়ই তাদের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই জের ধরে জাহিদ তার বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। তিনি আরো জানান, নিহত আবু তাহেরের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও গলার কোপের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: খাশোগি হত্যা: সিসি ক্যামেরায় ধরা