ব্রেকিং নিউজ: আইসিইউতে আল্লামা নুর হোসাইন কাসেমী
ইমান২৪.কম: স্বাস্থ্যের অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীকে।
এর আগে আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাই ডিপেন্ডসি ইউনিট (এইচডিইউ)তে নেওয়া হয়েছিলো।
এরপর বাদ মাগরিব আনা হয়েছিলো সিসিইউতে। বর্তমানে স্বাস্থ্যের আরও অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হলো আল্লামা নূর হোছাইন কাসেমীকে।
বিষয়টি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
বাংলার মাদানীখ্যাত আল্লামা নূর হোসাইন কাসেমী বেশ ক’দিন ধরেই অসুস্থতায় ভুগছেন। সর্দি-ঠান্ডা, শ্বাসকষ্ট ও ফুসফুসে ইনফেকশনসহ বার্ধক্যজনিত একাধিক রোগ রয়েছে তার।
রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আল্লামা নূর হোসাইন কাসেমীর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।