ব্রেকিং: এবার লাদাখের ডেপসং দখলে ট্যাঙ্ক নিয়ে এগোচ্ছে চীনা বাহিনী

ইমান২৪.কম: লা’দাখের গালওয়ান উপত্যকা দখল করে বসে আসে চীন।

সেখানে পাকাপোক্ত নির্মাণ কা’জও চলছে ধুমছে। শান্তি আলো’চনার মধ্যেই এবার প্রকাশ্যে এল চীনের নতুন টা’র্গেট পূর্ব লাদাখের ডেপসং।

জানা যায়, ইতিমধ্যেই নতুন এলাকায় দখ’লদারি চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে চীনা বাহি’নী।

সেই উদ্দেশ্যে এগোতে শুরু করেছে তারা। শুধু তাই নয়, খবর অনুযায়ী চীনা বাহিনীর ট্যাঙ্ক মুভমেন্টও শুরু হয়ে গিয়েছে।

যদিও ভারতের দাবি, ডেপসংয়ে ভারতীয় সেনার সামরিক অবস্থান বেশ শক্তিশালী। কি’ন্তু, নিজেদের দস্যিপনা দেখিয়ে চীন এগিয়ে চলছে ডেসপং দখলে।

এদিকে, গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর ঘাঁটি গড়ার ছবি ধরা পড়েছে উপগ্রহ’চিত্রে। ভারতীয় এলাকা দখল করে সেখানেই ঘাঁ’টি করছে চীনা সেনারা।

তারা গালওয়ান নদীর গতিপথ আটকে দেওয়ার চেষ্টা করছে। বিডি২৪লাইভ

ফেসবুকে লাইক দিন