ব্রিটেনে ইসলামিক স্কুলে ভাংচুর : শাস্তি নয়, হামলাকারীর ভুল ভাঙতে চান পরিচালক
ইমান২৪.কম: যুক্তরাজ্যের নিউক্যাসেল এলাকায় অবস্থিত ইসলামিক স্কুল ‘আল বাহার একাডেমি’-তে ইসলাম বিদ্বেষীদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ইসলাম বিদ্বেষীরা কুরআন শরিফ মেঝেতে নিক্ষেপ করেছে (নাউযুবিল্লাহ) এবং দেয়ালে হিটলারের নাৎসি বাহিনীর প্রতীক ‘স্বস্তিকা’ এঁকে দিয়ে গেছে।
তবে স্কুল কর্তৃপক্ষ বলছেন তারা হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন। কারণ, তারা মনে করছেন, হামলাকারীরা ইসলাম সম্পর্কে ভুল ধারণার শিকার হয়ে এই কাজ করেছে।
স্কুলের পরিচালক মুফতি মুহাম্মদ আবদুল মুহিত নিজেই হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন। তিনি হামলাকারীদের শাস্তিও দাবি করবেন না বলে জানান। তবে তিনি তাদের সাথে কথা বলতে চান যেন তাদের ভুল ধারণা ভাঙে।
ব্রিটিনের মোট জনসংখ্যার ৫ ভাগ মুসলিম। তবুও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলাম বিদ্বেষ বেড়েছে এবং মুসলিমদের উপর নানা হামলার ঘটনা ঘটছে। সরকার বলছে, বিগত পাঁচ বছর দেশটিতে মুসলিম বিদ্বেষ ক্রমবর্ধমান।
আরও পড়ুন: থানার দেয়ালে আ.লীগ নেতার মাথা থেঁতলে দিল সন্ত্রাসীরা
জমজমের পানি নিয়ে গবেষণা করে জাপানি বিজ্ঞানীর বিস্ময়!
‘ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে ধর্মহীন শিক্ষা ও অশ্লীল সংস্কৃতি দায়ী’
১ হাজার ৯২ দিন পর অবশেষে মুক্তি পেলেন নিরীহ জাহালম
শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, ভুয়া স্ত্রীসহ পুলিশের এসআই আটক
এখন থেকেপুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে সরাসরি, খোলা হয়েছে কমপ্লেইন সেল