ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়লো ক্যাভার্ডভ্যান, আহত ৪
ইমান২৪.কম: মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে একটি ওষুধ কোম্পানির ক্যাভার্ডভ্যান সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে চালকসহ ৪ জন আহত হয়েছেন।
পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- ক্যাভার্ডভ্যান চালক রাসেল মুন্সি (৩২), চালকের সহকারী বেলাল হোসেন (৩২), বাচ্চু (৩২) এবং আরও একজন পথচারী। তার নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে একটি ওষুধ কোম্পানির ক্যাভার্ডভ্যান ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল।
পথিমধ্যে মুক্তারপুর সেতুতে একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাভার্ডভ্যানটি সেতুর পাশের রেলিংয়ে আঘাত করলে রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটির উদ্ধার কাজ চলছে।