বেফাকের সকল দুর্নীতির খবর ফাঁস করে দিলেন উবায়দুর রহমান খান নদভী (ভিডিও সহ)

ইমান২৪.কম: আল্লামা শায়েখ উবায়দুর রহমান খান নদভী সাহেব একটা একটা করে বেফাকের সকল চুরির তথ্য দিলেন। বেফাকের কোন বুযুর্গ কিভাবে চুরির টাকার ভাগ নেয়। বেফাকের কোন কোন বুযুর্গ চুরির টাকা দিয়ে হজ্ব করে। বেফাকের ইতিহাস ও অভিনব দুর্নীতির বিবরণ। ভিডিওটি দেখুন,

বেফাকের ইতিহাস ও অভিনব দুর্নীতির বিবরণ।

নদভী সাহেব একটা একটা করে বেফাকের সকল চুরির তথ্য দিলেন। বেফাকের কোন বুযুর্গ কিভাবে চোরির টাকার ভাগ নেয়। বেফাকের কোন কোন বুযুর্গ চোরির টাকা দিয়ে হজ্ব করে। বেফাকের ইতিহাস ও অভিনব দুর্নীতির বিবরণ। ভিডিওটি দেখুন, সংগ্রহ করে রাখুন, অন্যকে শেয়ার করুন।

Posted by Mufti Nuruzzaman Numani on Tuesday, July 14, 2020

ভিডিওটি ফেসবুক থেকে সংগ্রহ করা

আরো পড়ুন>> করোনা ভাইরাসের কারণে এ বছর স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ হাজির উপস্থিতিতে হজ পালন হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন।

পবিত্র হজের জন্য এখন পুরোপুরি প্রস্তুত মক্কা। করোনার কারণে এবার ব্যতিক্রমী সব পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এবার হজের অনুমতি পাচ্ছে এক হাজারেরও কম সংখ্যক হজযাত্রী।

তারা সবাই সৌদি আরবের নাগরিক, না হয় সৌদি আরবে অবস্থানরত বিদেশি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। এসব হজযাত্রীকে উত্তম সেবা দেয়ার জন্য এ বছর মিউনিসিপ্যালিটি নিয়োগ দিয়েছে কমপক্ষে ১৮ হাজার ৪৯০ জন কর্মী।

হজের পবিত্র স্থানগুলো সহ গুরুত্বপূর্ণ স্থানে ২৮টি নতুন ও পূর্ণাঙ্গ সরঞ্জামে সুসজ্জিত সার্ভিস সেন্টার বসানো হয়েছে। এসব স্থানে দিনরাত ২৪ ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়োগ করা হয়েছে কমপক্ষে ১৩ হাজার ৫০০ পরিচ্ছন্নকর্মী। পবিত্র মিনায় স্থাপন করা হয়েছে ৮৭ হাজার ৯০০ আন্ডারগ্রাউন্ড আবর্জনার কন্টেইনার।

মার্কেট, খাবার দোকান ও রেস্তোরাঁয় নজরদারি করতে কাজ করবে বেশ কিছু টিম ও কমিটি। তারা নজর রাখবেন মুদি দোকান, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, সেলুন, লন্ডি, বেকারি ও অন্যান্য সেবাখাতে।

তারা নিয়মিত খাবারের মান পরীক্ষা করবে এবং নষ্ট জিনিসপত্র ধ্বংস করে ফেলবে। দাম দেখাশোনা করবে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা দেখাশোনা করবে। পশুদের মধ্যে কোনো মহামারি আছে কিনা তা নির্ধারণে কাজ করবে তারা।

এ ছাড়া মক্কা মিউনিসিপ্যালিটি বিদ্যুত, সড়ক যোগাযোগ, টানেল, ব্রিজ, টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থা দেখাশোনা করবে। অগ্নিকান্ড অথবা ভারি বর্ষণে করণীয় নির্ধারণ করবে তাদের জরুরি ইউনিট।

ফেসবুকে লাইক দিন