বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান সৌদি বাদশাহ সালমানের
ইমান২৪.কম: বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আগা’মী বৃহস্পতিবার বৃষ্টির রহমতের জন্য নামাজ
আদায় করার আহ্বান জানিয়ে এক নির্দেশনা জারি করেছেন। আল-আরাবিয়ার বরাতে জানা যায়, রাজকীয় নির্দেশনা জারি করা
বিবৃতিতে বলা হয় নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে সামনে রেখে খাদি’মুল হারামাইন শাহ সালমান বিন
আবদুল আজিজ আল সৌদ এ ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে প্রত্যেককে নবির সুন্নাহ অনুসর’ণের জোর দিয়ে এ নামাজ আদায় করার
আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বাইতুল্লাহর চত্তরে এ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হবে।