বিশ্ব অর্থনীতিকে নেতৃত্ব দিতে তুরস্কের যুগান্তকারী পদক্ষেপ
ইমান২৪.কম: অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে ছয়টি ইনসুরেন্স কোম্পানির সমন্বয় সাধন করে তুরস্কে সম্মিলিত একটি তুর্কী ইন্সুইরেন্স কোম্পানির আত্মপ্রকাশ ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসে রাষ্ট্রীয় ঋণদাতাদের মালিকানাধীন বীমা ও পেনশন সংস্থাগুলি তাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক শক্তি বাড়ানোর প্রচেষ্টা স্বরূপ একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
সেই সমন্বিত বিশাল ইন্সুইরেন্স কোম্পানিটির নাম ‘তুর্কী ইন্সুইরেন্স’। তুর্কী ইন্সুইরেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মুসলিম ব্যক্তিত্ব ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, এক ছাদের নীচে ছয়টি পাবলিক ইনসুরেন্স কোম্পানিকে সমন্বিতভাবে পেলে তুর্কী ইন্সুইরেন্স হবে দেশের সবচাইতে বড় ইনসুরেন্স কোম্পানি যা বীমা খাতে নতুন মাত্রা যোগ করবে। এরদোগান বলেন, আমরা এমন একটি কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করেছি যা আমাদের বীমা খাতে নতুনত্ব এনে দিবে বলে আমি বিশ্বাস করি।
তাছাড়া এটি হবে আমাদের দেশের সর্ব বৃহৎ বীমা সংস্থা যা ১৫ মিলিয়ন গ্রাহককে বীমা সেবা দিয়ে অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে। ইন্সুইরেন্সটি তুরস্কে এবং বৈশ্বিক অর্থনীতিগত প্রতিযোগিতায় শক্তিশালী ভূমিকা পালন করার আশা ব্যক্ত করে এরদোগান বলেন, এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে,ইকোনমি স্টেক হোল্ডার ও আমাদের নাগরিকেরা অতি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পুনরুজ্জীবন অনুভব করছে।
এরদোগান বলেন,তুরস্কের সার্বভৌম সম্পদ তহবিল টি ডাব্লিউ এফের অধীনে বীমা সংস্থাটি বীমা ক্ষেত্রে আরো সুসংহত এবং আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এসময় তিনি আশা করেন যে, নতুন সংস্থাটি অর্থনৈতিক বাজার ও মূল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের ট্রেজারি এবং অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক বলেন, তুরস্কের বীমা ও পেনশন সেক্টর বর্তমান সক্ষমতা নিয়ে বিশ্বের ৩৯তম স্থানে অবস্থান করছে যা আমাদের দেশের নির্ধারিত ও কাঙ্খিত লক্ষ্যের চেয়ে অনেক পিছিয়ে। তিনি বলেন,তবে আমি বিশ্বাস করি যে এই তুর্কী বীমা সংস্থাটি আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতার অর্থনীতির বাজারের ভাগ্য নির্ধারক খেলোয়াড়ের ভূমিকা পালন করবে।
উল্লেখ্য,চলতি বছরের এপ্রিলে টি ডাব্লিউ এফ বলেছিল যে,তারা পাবলিক ইনসুরেন্স কোম্পানিগুলোর সমস্ত শেয়ার ৬.৫৪ বিলিয়ন লিরায় (প্রায় ৮৮ মিলিয়ন ডলারে) নিজেদের আওতায় নিয়ে এসেছে।
ছয়টি ইনসুরেন্স কোম্পানিকে একীভূতকরণটি ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয়ের একটি প্রকল্প স্বরূপ হয়েছিল যা গত বছরের ডিসেম্বরে দেশের অভ্যন্তরীণ সঞ্চয়ী হার বাড়ানোর জন্য এবং নন-ব্যাংকিং আর্থিক পরিষেবা খাতের বৃদ্ধির জন্য ঘোষণা করা হয়েছিল।