বিশ্ববিখ্যাত আলেম ইউসুফ আল কারজাভীর সাথে তালেবান প্রতিনিধি দলের সাক্ষাত
ইমান২৪.কম: কাতারে অবস্থানরত বিশ্ববিখ্যাত আলেম শায়েখ ইউসুফ আল কারাজাভীর সাথে দোহায় সাক্ষাৎ করেছে তালেবানের প্রতিনিধি দল।
সোমবার (৫ অক্টোবর) ইউসুফ আল কারাজাভী তার নিজ বাড়িতে অনুষ্ঠিত তালেবান প্রতিনিধিদের সাথে বৈঠকের ছবি নিজের টুইটার একাউন্টে পোস্ট করেন।
ওই পোস্টে তিনি বলেন, আমার বাড়িতে কাতারের রাজধানী দোহায় চলমান আন্তঃ-আফগান আলোচনায় অংশগ্রহণকারী তালেবান প্রতিনিধিরা।
বিগত কয়েক দশকের বিরোধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে তাদের সাথে আলোচনা হয়। এদিকে আন্তর্জাতিক উলামা ইউনিয়নের প্রধান আহমেদ রায়শৌনিও দোহায় তালেবান প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, কাতারের পৃষ্ঠপোষকতায় দোহায় তালিবান ও মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে এবং এই উদ্যোগকে আন্তর্জাতিকভাবে স্বাগত জানানো হয়েছে।
এছাড়াও সোমবার মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দোহায় পৌঁছে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানী,
প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানি এবং আরও বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আফগানিস্তান-কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ব্যাপারেও কথা বলেছে।