বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজ
ইমান২৪.কম: বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত দ্বীপগুলোর কাছ দিয়ে দুইটি মার্কিন যুদ্ধজাহাজের ভ্রমণ করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
ক্ষেপণাস্ত্রবাহী ওই দুটি মার্কিন ডেস্ট্রয়ার সোমবার বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জের মিসচিফ প্রবাল-প্রাচীরের ১২ নটিক্যাল মাইল দূরে দিয়ে ভ্রমণ করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা হ্রাসের প্রচেষ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বেইজিং ক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
চীন দক্ষিণ চীন সাগরের কৌশলগত জলপথে জাহাজের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে বলে মনে করে ওয়াশিংটন। আর তা প্রতিরোধ করতেই ওই জলপথে যুদ্ধজাহাজ পাঠায় দেশটি।