বিমান ছিনতাই আতংকের স্মৃতি ফিরলো দিল্লি বিমানবন্দরে
ইমান২৪.কম: প্রায় দুই দশক আগের কান্দাহার বিমান ছিনতাই আতংকের স্মৃতি ফিরলো দিল্লি বিমানবন্দরে। কান্দাহারগামী দিল্লি-কান্দাহার এফজি ৩১২ বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল ভারতের স্থানীয় সময় ঠিক সাড়ে ৩টায়। আরিয়ানা-আফগান এয়ারলাইন্সের বিমানে উঠেছিলেন ১২৪ জন যাত্রী এবং মাত্র কয়েকদিন বয়সের এক শিশু।
পাইলটসহ ৯ বিমানকর্মী বিমানে ওঠার পর টেক অফের জন্য ট্যাক্সি বে থেকে রানওয়ের দিকে এগোচ্ছিল বিমানটি। সেই সময়ই আচমকা বেজে ওঠে ‘হাইজ্যাক অ্যালার্ম’। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তাবাহিনী এবং ন্যাশনাল সিকিওরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা বিমানটিকে ঘিরে ফেলেন।
প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর নিরাপত্তা বাহিনী ছাড়পত্র দিলে ওড়ে বিমানটি। বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা ব্যুরো অব সিভিল এভিয়েশনের কর্মকর্তারা প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, ভুল করে পাইলট বা কেবিন ক্রু কেউ ‘হাইজ্যাক বাটন’ অন করে দিয়েছিলেন। তার জেরেই এই বিপত্তি।
আরও পড়ুন: খাশোগি হত্যা: সিসি ক্যামেরায় ধরা