বিন লাদেনের লাশ সমুদ্রে ফেলে দেওয়া বিষয়ে মুখ খুলল সৌদি গোয়েন্দা সংস্থা

ইমান২৪.কম: ওসামা বিন লাদেনের অস্তিত্ব দুনিয়া থেকে মুছে দিতেই তার লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সাবেক সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান শাহজাদা তুর্কী আল ফয়সাল। তিনি বলেন, যদি কোনো স্থলভূমিতে তাকে কবর দেওয়া হতো তাহলে এটাকে কেন্দ্র করে নতুন কিছু সৃষ্টির আশংকা করছিল আমেরিকা।

রবিবার (৯ জুন) আল আরাবিয়ায় প্রকাশ হওয়া এক খবরে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, উসামা বিন লাদেনকে ফিরিয়ে দিতে ততকালীন তালেবানের প্রধান মোল্লা মুহাম্মাদ উমরকে সৌদি আরব চাপ দিলেও তিনি এতে অস্বীকৃতি জানান। সৌদির পক্ষ থেকে জোর দাবী জানানো হয় যদি উসামা বিন লাদেনকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আফগানিস্তান ক্ষতিগ্রস্ত হবে।

ফেসবুকে লাইক দিন