বিদেশি গরু আমাদের গো-মাতা নয়: বিজেপি নেতার বক্তব্য ভাইরাল
ইমান২৪.কম: বিদেশি গরু হিন্দুদের গো-মাতা নয় বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি
সভাপতি দিলীপ ঘোষ। আজ সেমবার বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ ও গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ
এ মন্তব্য করেন। বিদেশি গরু নিয়ে করা ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতার এ মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।
সংবাদমাধ্যমে প্রকাশের মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য। সোমবার বর্ধমানের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে।
তাই দেশি গরুর দুধের রঙ সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না।