বিজেপি নেতার দাবি দিল্লির জামা মসজিদ ভেঙে হোক

ইমান২৪.কম: ভারতের রাজধানী দিল্লির জামা মসজিদ ভেঙে ফেলার দাবি জানালেন বিজেপির সংসদ সদস্য সাক্ষী মহারাজ। এই সাংসদের দাবি, একটি হিন্দু মন্দির ভেঙে তার জায়গাতেই তৈরি হয়েছিল জামা মসজিদ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

উত্তর প্রদেশের উন্নাও-এর একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে সাক্ষী মহারাজ বলেন, ‘রাজনীতিতে পা দেওয়ার পর প্রথমেই আমি বলেছিলাম অযোধ্যা, মথুরা, কাশীকে নিজের মতো থাকতে দেওয়া হোক।

ভেঙে গুঁড়িয়ে ফেলা হোক দিল্লির জামা মসজিদ। সেখানে যদি সিঁড়ির নিচে হিন্দু দেব-দেবীর মূর্তি না পান, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন।’ মহারাজ মনে করেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের উচিত অযোধ্যার রামমন্দির সক্রান্ত বিল পাশ করানোর।

রাজনীতিতে পা দেওয়ার পর প্রথমেই আমি বলেছিলাম অযোধ্যা, মথুরা, কাশীকে নিজে কেন থাকেতে দেয়া হবে না। কোন কারন ছাড়া জামা ভাঙা যাবে না।

একই সঙ্গে রামমন্দির সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, মায়াবতীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন