বিকেলে শীর্ষ নেতাদের সঙ্গে বসবে বিএনপি : কবির খান
ইমান২৪.কম: বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্পাদকমণ্ডলীর সদস্যদের বৈঠক আজ। বুধবার (৭ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে সম্পাদকমণ্ডলীর সদস্যদের এবং সন্ধ্যায় ভাইস-চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে এই বৈঠক হবে।
এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিএনপি সূত্রে জানা যায়, নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনসহ সার্বিক বিষয়ে মতামত নেয়া হবে এই বৈঠকে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত
প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার