বিকল্পধারার মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার
ইমান২৪.কম: বিকল্পধারা বাংলাদেশ দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ শুরু করবে ১২ নভেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে, চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।
মনোনয়ন ফরমের মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা। তবে ফরম জমার দেওয়ার সময় ২০,০০০/- (বিশ হাজার) টাকা দিতে হবে।
১৫ ও ১৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিকল্পধারার বাড্ডা নির্বাচনী অফিসে সব নির্বাচনী কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: অবশেষে নির্বাচনে যাচ্ছে বিএনপি?
এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ: মির্জা ফখরুল
আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার নাজমুল হুদা
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করে সরকার গঠন করবো: বঙ্গবীর কাদের সিদ্দিকী