বিএনপি কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিলে সংঘাত হওয়া অনিবার্য : কাদের

ইমান২৪.কম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন, বিএনপি কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেওয়ার কথা বলছে, এখন যদি আওয়ামী লীগও পাহারা বসায় তাহলে তো সংঘাত হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার কাদের বলেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস- এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে- বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ ছাড়া নির্বাচনে জেতার গ্যারান্টি না পাওয়া পর্যন্ত বিএনপি নালিশ করতে থাকবে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ সংকেত দিলে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার যে মিছিল শুরু হবে, তা সামাল দিতে পারবে না বিএনপি নেতারা।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশেও নালিশ করে, বিদেশিদের কাছেও নালিশ করে।

এতে কিন্তু দেশ বড় হয় না। দলের চেয়ে কিন্তু দেশটা বড়। আমার বিশ্বাস, ভালো একটা ইলেকশন হবে। অহেতুক তারা এসব অভিযোগ আনছে। এখন তারা অভিযোগ আনবে। যতক্ষণ না জেতার গ্যারান্টি না পায়।’ এ ছাড়া আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তবে সুষ্ঠু নির্বাচনে বিএনপি জিততে পারবে না জেনেই সহিংসতার পথ বেছে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল ছোড়ার অভ্যাস ত্যাগ করার আহ্বান জানান।

আরও পড়ুন: 

ইন্টারনেট ও স্কাইপ বন্ধ করেও ঠেকানো গেল না তারেক রহমানকে

ফেসবুকে লাইক দিন