বিএনপি আর ঐক্যফ্রন্টের ৩শ প্রার্থীকেই জেলে ভরে রাখা সম্ভব : আসিফ নজরুল
ইমান২৪.কম: বিএনপি নেতাকে গ্রেফতারের প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘গায়েবি মামলা করে, পুলিশের অভিযোগপত্রে পরে নাম ঢুকিয়ে বিএনপি নেতা খায়রুল কবীর খোকনকে জেলে ঢোকানো হয়েছে আজ (বৃহস্পতিবার)।’
তিনি আরও বলেন, ‘সরকার চাইলে নির্বাচনের আগে এভাবে বিএনপি আর ঐক্যফ্রন্টের ৩০০ জন প্রার্থীকেই জেলে ভরে রাখা সম্ভব।’
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ নজরুল।
ঢাবি আইন বিভাগের এই অধ্যাপক প্রশ্ন তুলে বলেন, ‘এমন অনাচার হলে কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে? নির্বাচন কমিশনের ওপর কীভাবে আস্থা রাখবে মানুষ? এমন একতরফাভাবে পুলিশ আর প্রশাসনকে কীভাবে ব্যবহার করতে পারে একটি নির্বাচনকালীন সরকার?’
অধ্যাপক আসিফ নজরুলের ‘হ্যালো নির্বাচন কমিশন’ শিরোনামের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘গায়েবি মামলা করে, পুলিশের অভিযোগপত্রে পরে নাম ঢুকিয়ে বিএনপি নেতা খায়রুল কবীর খোকনকে জেলে ঢোকানো হয়েছে আজ। সরকার চাইলে নির্বাচনের আগে এভাবে বিএনপি আর ঐক্যফ্রন্টের ৩০০ জন প্রার্থীকেই জেলে ভরে রাখা সম্ভব।
এমন অনাচার হলে কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে? নির্বাচন কমিশনের ওপর কীভাবে আস্থা রাখবে মানুষ? এমন একতরফাভাবে পুলিশ আর প্রশাসনকে কীভাবে ব্যবহার করতে পারে একটি নির্বাচনকালীন সরকার?’
আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!
ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল
নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল
সরকারি কর্মকর্তার অনুমতি না পাওয়ায় বন্ধ হলো চন্দনাইশের ইসলামী মহাসম্মেলন
>ইজতেমা মাঠের দখল পেতে মাও. সাদপন্থীদের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা