বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ইন্তেকাল করেছেন

ইমান২৪.কম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আর নেই। রবিবার বিকাল ৫টা ৫ মিনিটি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। তরিকুল ইসলামের ছেলে ও বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। যশোর থেকে চার বার নির্বাচনে জিতে সংসদে যাওয়া তরিকুল ইসলাম চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েছিলেন বিএনপির এই নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে গত ফেব্রুয়ারিতে স্থায়ী কমিটির বৈঠকে শেষবার তাকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিলেন আলেমরা

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের

নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই: বি চৌধুরী

গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা

আন্দোলনের পথে বিএনপি; প্রস্তুতি গ্রহণের নির্দেশ হাইকমান্ডের

ফেসবুকে লাইক দিন