বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ গ্রেফতার

ইমান২৪.কম: কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের উপজেলা সড়কের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বশিরুল উপজেলা সড়কের বাসিন্দা। তিনি সদর উপজেলা বিএনপির সভাপতিও।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, নাশকতার দু’টি মামলা বশিরুলকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির দফতর সম্পাদক আবদুর রাজ্জাকও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন