বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা রবিউল আলম গ্রেফতার

ইমান২৪.কম: বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানমন্ডি থানা শাখার সভাপতি শেখ র‌বিউল আলম র‌বিকে আটক করেছে।

গো‌য়েন্দা পু‌লিশের একটি দল সোমবার রাতে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি থে‌কে তাকে গ্রেফতার করে। রবি ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান- হাজারীবাগ-নিউমার্কেট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। ধানের শীষ প্রতীকে নির্বাচন করার লক্ষে গত ১৭ নভেম্বর নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করার একদিন পর রবিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে মুক্তি দাবি করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমাদের সম্ভাব্য প্রার্থীদের পাইকারীহারে গ্রেফতার করছে পুলিশ। আর সরকারের আজ্ঞাবহ ইসি চোখ বন্ধ করে তা দেখছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, সোমবার রাতে রবি দলের ধানমন্ডি এলাকার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সাদা পোশাকধারী পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। একই সঙ্গে ধানমন্ডি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকেও গ্রেফতার করে ডিবি। তবে এ ব্যাপারে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই আসনে শেখ রবিউল আলম রবির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির মনোনয়ন চান দলের লন্ডন প্রবাসী আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন রবিউল আলম রবি। তিনি রাজধানীতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অত্যন্ত সক্রিয়। তার নামে প্রায় এক শত মামলা রয়েছে।

আরও পড়ুন: পুলিশ ইসির অধীন, না ইসি কি পুলিশের অধীন?

তারেকের ভিডিও কনফারেন্স ঠেকাতে স্কাইপি বন্ধ করে দিল বিটিআরসি

ড. কামালের গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক শেষে যা বললেন ড. কামাল

গ্রেনেড হামলায় নিহত আ.লীগের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষে নির্বাচন করবেন

ফেসবুকে লাইক দিন