বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে সোমবার থেকে
ইমান২৪.কম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে সোমবার থেকে। দলের মনোনয়ন প্রত্যাশীরা নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন। রবিবার এ কথা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তবে, মনোনয়ন ফরমের দাম বা কখন বিক্রি শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। এদিকে জোটগতভাবে নির্বাচন করতে কোন কোন দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, তার তালিকা দিতে রবিবার বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইসির উদ্দেশে রওনা দেন।