বিএনপির মনোনয়ন জমা দেয়ার পর মোশাররফ হোসেন খোকন আটক

ইমান২৪.কম: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ- সভাপতি মোশাররফ হোসেন খোকনকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ঢাকার এলিফ্যান্ট রোড থেকে দুপুরে আটক করা হয়েছে।

এমন অভিযোগ এনে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা ৭ আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে নমিনেশন পেপার জমা দেয়ার পর এ ঘটনা ঘটে।

তারা জানায় মোশাররফ হোসেনকে রাজধানীর বাটা সিগনাল এলাকায় ঢাকা ব্যাংক এর নীচ থেকে সাদা পোশাকে আইনশৃংখলা বাহীনি আটক করে। তবে আইনশৃংখলা বাহীনি এখনো বিষয়টি স্বীকার করেনি বলে অভিযোগ করেন মোশারফের পরিবার।

মোশারফের ছেলে রবিন জানান, আমরা মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে রয়েছি, আমাদের আইনজীবী সেখানে রয়েছেন। এছাড়া বাবাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে দাবি রবিনের।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী আহমেদ বলেন, ঢাকা-৭ (লালবাগ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি এবং সাবেক কমিশনার মোশারেফ হোসেন খোকন আজ দুপুরে মনোনয়ন পত্র দাখিল করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়ার পরও তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা।

আইন শৃঙ্খলা বাহিনীই তাকে গ্রেফতার করেছে। আমি অবিলম্বে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া পরিচালক ডিসি মাসুদুর রহমানের কাছে জানতে মোবাইল করা হলে তিনি ফোন রিসিভ করেনেনি।

আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী

দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী

যে অদৃশ্য কারণে স্থগিত করা হলো কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বোর্ডসভা!

আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল

ফেসবুকে লাইক দিন