বিএনপির চারদিনে ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে
ইমান২৪.কম: দলীয় মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে মিছিলে-স্লোগানে দিনভর মুখর ছিল নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ চারদিনে ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দলটির।
এখন পর্যন্ত জমা পড়ছে এক হাজার ২৪৯টি ফরম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন ।
আগামীকাল শুক্রবার মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার শেষদিন। আজও দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একদিকে নাইটিংগেল মোড় অন্যদিকে ফকিরাপুলের মোড় পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে রূপ নেয়।
ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দেন। উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।