ভারতীয় সিনেমার কারণেই যৌন অপরাধ বাড়ছে: ইমরান খান
ইমান২৪.কম: সোমবার পাকিস্তানের ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট লোকজনদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দেনইমরান খান।
সেখানে পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য ভারতকেই দায়ী করেন তিনি।
ইমরান খান বলেন, মোবাইলের ব্যাপক ব্যবহারের ফলে দেশের ছোট ছোট ছেলে মেয়েদের হাত এমন সব বিষয়বস্তু চলে আসছে যা আগে ভাবাই যেত না।
স্কুলে ড্রাগের প্রচলন বাড়ছে দ্রত। দ্বিতীয়ত দেশের যৌন অপরাধ লাফিয়ে বাড়ছে। বাড়ছে শিশু পর্নগ্রাফির প্রচলন।
এর কারণ উল্লেখ করেইমরান খান বলেন, আমরা যেসব বিনোদনম‚লক জিনিস দেখি তা প্রথমে তৈরি হয় হলিউডে।
সেখান থেকে তা আসে বলিউডে। তারপর আসে পাকিস্তানে। বলিউডের সবচেয়ে খারাপ জিনিসটা আমরা নিচ্ছি।
এতে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। এর প্রভাব ভারতে পড়ছে।
আমাদের এখানেও দেখতে পাবেন। বলিউডে যেসব ড্রামা তৈরি হয় তার সঙ্গে আমাদের সংস্কৃতির কোনো মিল নেই।
এর জন্য অল্টারনেটিভ তৈরি করতে হবে। এতে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন,এবিপি।