‘বাবা, আমি আর দম নিতে পারছি না’ শেষ ভিডিওতে বলে গেল ছেলে

ইমান২৪.কম: সামনে আসছে একের পর এক হৃদয় বিদারক খবর। এবার ঘটনা হায়দরাবাদ থেকে।

সেখানকার সরকারি হাসপাতালে এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সময় তাঁর বাবাকে করা শেষ মেসেজে মন ভাঙছে ভারতীয়দের।

৩৪ বছরের ওই যুবকের বাবা জানিয়েছে, কমপক্ষে ১০ টি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও হাসপাতাল প্রথমে ভর্তি নিতে চায়নি তাঁকে।

পরে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে একটি ভিডিওতে ওই যুবক তাঁর বাবাকে বলছে, ‘বাবা আমি শ্বাস নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে।

আমি বার বার অনুরোধ করা সত্ত্বেও ওরা আমায় গত ৩ ঘণ্টায় অক্সিজেন দেয়নি। আমার মনে হচ্ছে দমবন্ধ হয়ে আসেছে।

বাবা বিদায়। বিদায় সকলকে।’ সাধারণ মানুষ ওই ভিডিও টুইট করে উদাসীনতার অভিযোগ তুলেছে।

রিপোর্টে জানাচ্ছে, ওই যুবকের মৃত্যুর এক ঘন্টা আগে সে এই ভিডিও রেকর্ড করেছিল।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে তাঁর বাবা জানিয়েছেন, আমার ছেলে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি।

তাঁর ছেলেকে কেন অক্সিজেন দেওয়া হয়নি, সেই প্রশ্ন করেছেন তিনি। উল্লেখ্য, হাসপাতালের রিপোর্টে করোনা মৃত্যু উল্লেখ করা হয়েছে ওই ব্যক্তির।

ফেসবুকে লাইক দিন