বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ধ্বংস করেছে মোদী
ইমান২৪.কম: ভারত সরকারের কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
তিনি বলেন, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে ধ্বংস করে দিয়েছে মোদী সরকার।
এক টুইট বার্তায় রাহুল বলেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে কংগ্রেস যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দশকের পর দশক ধরে গড়ে তুলেছিল, মোদি সেই সম্পর্ক ধ্বংস করছে৷ এটি খুবই বিপজ্জনক৷
চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে তলানিতে৷ বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ হওয়ার জন্য মোদীর বিদেশনীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা।
ইতিমধ্যেই করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে মোদী সরকারের ব্যর্থতার তীব্র সামালোচনাও করেছেন রাহুল গান্ধী।
পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা ও বেহাল অর্থনীতি, চিনের সঙ্গে অশান্তি, সব ইস্যুতেই মোদি সরকারকে বিঁধছে কংগ্রেস।
কংগ্রেস নেতা রাহুল গান্ধির অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থানের আশা শেষ করে দিচ্ছে এই সরকার।
একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্তে দেশের নয়, মোদীর কাছের মানুষ, কিছু বিশেষ বন্ধুরই সুবিধা হচ্ছে বলে দাবি রাহুলের ৷