‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
ইমান২৪.কম: কক্সবাজারের টেকনাফে গুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার (২ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার খুরেরমুখ এলাকায় মাদকব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
এসময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলে তাদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তাদের সহযোগীরা। পুলিশও পালটা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় বন্দুক, ৩০ রাউন্ড গুলি এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।