বগুড়ায় ইসলাম গ্রহণ করে সুজন চন্দ্র হলেন রাইহান ইসলাম
ইমান২৪.কম: বগুড়া জেলার কাহালুতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক হিন্দু যুবক। তিনি এফিডেফিটের মাধ্যমে ইসলাম গ্রহণের এই ঘোষণা দিয়েছেন। নিজের নাম রেখেছেন রাইহান ইসলাম (৩৫)।
নও মুসলিম রাইহানের পুর্ব নাম ছিলো সুজন চন্দ্র রায়। বাড়ি কাহালু উপজেলার পাল পাড়ায়।
কাহালু উপজেলা সদরের অপরুপা ফটো স্টুডিও মালিক নও মুসলিম রাইহান খুবই পরিচিত মুখ। তিনি জেনে বুঝেই ধর্মান্তরিত হয়েছেন বলে জানান।