বকখালিতে ট্রলারডুবি, নিখোঁজ বেশ কয়েকজন মৎস্যজীবী

ইমান২৪.কম: বকখালিতে ফের দুর্ঘটনা। এবার জম্মু দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটল। জানা গিয়েছে, ওই ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটি যাতে পুরোপুরি ডুবে না যায়, সে জন্য ইতিমধ্যে সেখানে হাজির হয়েছে অন্য ট্রলার। চলছে উদ্ধার কাজ।

সূত্রের খবর, ইতিমধ্যে বেশ কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, ‘তারা মা’ নামে ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি। এসময়ই দুর্ঘটনা ঘটে।

মৎস্যজীবীরা জানাচ্ছেন, ১৪ জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন। ট্রলারটি ঘোরাতে গিয়েই জলের তোড়ে ট্রলারটি উলটে যায়। প্রসঙ্গত, আবহাওয়া খারাপ থাকার কারণে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ফেসবুকে লাইক দিন