ফ্রান্স ও সুইডেনে কুরআন এবং মহানবীকে অবমাননার প্রতিবাদে কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন অনুষ্ঠিত
ইমান২৪.কম: সম্প্রতি সুইডেনে পবিত্র কুরআনে অগ্নি সংযোগ ও নরওয়েতে কোরআনের পাতা ছিড়ে অবমাননা করা এবং ফ্রান্সের “Charlie Hebdo” (শার্লি এবদো) ম্যাগাজিনে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে “সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া” ৷
আজ (শুক্রবার) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের মুখপাত্র মাওলানা এরশাদ উল্লাহ কাসেমী এর সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মুফতি যুবায়ের সাইফুল্লাহ,
মুফতি কেফায়েতুল্লাহ বিজয়নগরী, মাওলানা ইয়াছিন আরাফাত নবীনগরী,মাওলানা সৈয়দ আবুল কাসেম, মাওলানা নাঈমুল হক সাদেকী, মাওলানা আঃ মুমিন মেসবাহ প্রমুখ।