ফোন অথবা রেডিও নেই যে শহরে

ইমান২৪.কম: আমেরিকার মতো দেশের একটি শহরে কারও কাছে কোনো মোবাইল ফোন নেই – এটা বিশ্বাস করা যায়? শুধু মোবাইল ফোনই না, সেই শহরের বাসিন্দাদের কারও কাছে একটা রেডিও পর্যন্ত নেই!

শুনতে আশ্চর্য রকম অবাক করার মতো সংবাদ হলেও এটাই সত্যি। আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পোকাহোন্টাস কাউন্টির ছোট্ট শহর গ্রিন ব্যাংক-এর অধিবাসীরা কেউ মোবাইল বা রেডিও ব্যবহার করেন না। এমনকি সেখানে কেউ ওয়াই-ফাই হটস্পট ব্যবহার করেন না বা করতে পারেন না।

তবে গ্রীন ব্যাংক শহরটি প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আছে এমনটি ভাবার কোনো কারণ নেই। বরং আরও আট-দশটা শহরের চেয়ে ঢের এগিয়ে গ্রীন ব্যাংক।

আসল ব্যাপার হলো, এই গ্রীনব্যাংক শহরেই স্থাপিত হয়েছে আমেরিকার সবচেয়ে আধুনিক ও বৃহৎ রেডিও টেলিস্কোপটি। যেটির দায়িত্বে রয়েছে দেশটির জাতীয় রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি ডিপার্টমেন্ট। অত্যাধুনিক এই টেলিস্কোপটি দিয়ে আমেরিকার মহাকাশে বিভিন্ন রকম গবেষণা কর্ম চালানো হয়।

টেলিস্কোপটির চারপাশে নির্দিষ্ট এলাকা পর্যন্ত কেউ মোবাইল বা রেডিও ব্যবহার করলে সেই মোবাইল বা রেডিওর তরঙ্গ টেলিস্কোপে ধরা পড়ে এবং গবেষণা কর্মে ব্যাঘাত ঘটে। যার ফলে এই টেলিস্কোপটির আশেপাশে অর্থাৎ শহরে কোনো অধিবাসী কোন রকম মোবাইল বা রেডিও কিংবা কোনো বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করতে পারেন না।

আরও পড়ুন:  চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনীতে আ.লীগ নেতা নিহত

মুসলিম নির্যাতন বন্ধ না হলে চীন দূতাবাস ঘেরাও করা হবে: মাও. মামুনুল হক

আমাকেও মারা হয়েছে, তার বিচার পরে, আগে বোনের বিচার চাই: হিরো আলম

ঝিনাইদহে যুবককে উল্টো করে ঝুলিয়ে আ.লীগ নেতার অমানবিক নির্যাতন; ভিডিও ভাইরাল

প্রতিহিংসামূলক নির্বাচন, লঙ্ঘিত হয়েছে মানবাধিকার, উদ্বিগ্ন জাতিসংঘ : আল-জাজিরার প্রতিবেদন

নৌকায় ভোট না দেয়ায় খুন-ধর্ষণ হতে হচ্ছে; ন্যূনতম লজ্জা থাকলে এভাবে সরকার গঠন করা যায় না: বামজোট

ফেসবুকে লাইক দিন